ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৪, মোট ৫৬৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ৩১ জুলাই ২০২৪  
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৪, মোট ৫৬৬

ফাইল ফটো

বন্দর নগরী চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের নাশকতার মামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনকে গ্রেপ্তার করেছে নগরের বিভিন্ন থানা পুলিশ। এ নিয়ে চট্টগ্রামে নাশকতার ২২ মামলায় মোট ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (৩১ জুলাই) দুপুরে সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, কোটা আন্দোলনকে ঘিরে চট্টগ্রাম নগরীর বিভিন্নস্থানে হত্যা, দাঙ্গা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে এবং বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে মোট ২২টি মামলা দায়ের করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব মামলার আসামিদের শনাক্ত করে এখন পর্যন্ত মোট ৫৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আজ বুধবার ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে ৩৪ জনকে। 


সর্বশেষ

পাঠকপ্রিয়