ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে আদালতপাড়ায় ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ৩১ জুলাই ২০২৪   আপডেট: ১৪:১৮, ৩১ জুলাই ২০২৪
চট্টগ্রামে আদালতপাড়ায় ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে উত্তেজনা

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের একাংশের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে আদালতপাড়ায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে উত্তেজনা সৃষ্টি হয় আদালত ও আশপাশের এলাকায়।

বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন লালদীঘির পাড় এলাকার জেলা পরিষদ ভবনের সামনের সড়কে আন্দোলন শুরু করেন তারা। পরে চট্টগ্রাম আদালতপাড়ার দোয়েল ভবনের সামনে আইনজীবীদের একাংশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে বলেন, সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে আমি একাত্মতা পোষণ করছি। আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলন। আমাদের প্রতিবাদের ভাষা হবে মুখে, হাতে নয়।

ঘটনাস্থলে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্তী, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক উপস্থিত ছিলেন। তবে, গণমাধ্যমের সঙ্গে কেউ কথা বলেননি।

রেজাউল/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়