ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

গোপালগঞ্জে নানা আয়োজনে মৎস্য সপ্তাহ শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ৩১ জুলাই ২০২৪  
গোপালগঞ্জে নানা আয়োজনে মৎস্য সপ্তাহ শুরু

মাছের পোনা অবমুক্ত, শোভাযাত্রা, আলোচনাসভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। এটা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’— প্রতিপাদ্যে আজ বুধবার (৩১ জুলাই) জেলা সকালে শহরতলীর নবীনবাগের হেলিপ্যাড এলাকায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আজহারুল ইসলাম। পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপপরিচালক মো. আজহারুল ইসলাম। জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীর সভাপতিত্বে আলোচনাসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহাবুব আলী খান, মৎস্য ও ডিপ্লোমা ইনিস্টিউটের অধ্যক্ষ মো. সাজদুর রহমান, দেশীয় প্রজাতির মাছ ও শামুক প্রকল্পের প্রকল্প পরিচালক মো: খালিদুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য শেখ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন, কৃষকলীগের সভাপতি লুৎফর রহমান গঞ্জর বক্তব্য রাখেন। আলোচনাসভা শেষে তিনজন সফল মৎস্য চাষির হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।

আরো পড়ুন:

আলোচনাসভায় বক্তারা বলেন, অবৈধভাবে মাছ শিকারের কারণে দেশীয় প্রজাতির মাছ হুমকির মুখে পড়েছে। অবৈধ উপায়ে মাছ শিকার বন্ধ করতে হবে। এজন্য অভিযান চালানোর পাশপশি আইনের প্রয়োগ করতে হবে।

বাদল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়