ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

ডেঙ্গুতে খুলনায় জুলাই মাসে আক্রান্ত ২৪

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ৩১ জুলাই ২০২৪  
ডেঙ্গুতে খুলনায় জুলাই মাসে আক্রান্ত ২৪

খুলনা সিটি করপোরেশন

জুলাই মাসে খুলনা জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৪ জন। তবে, এ সময় মশাবাহিত রোগটিতে কেউ মারা যাননি। বুধবার (৩১ জুলাই) খুলনা সিটি করপোরেশনে (কেসিসি) ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ কমিটির সভায় এ তথ্য জানানো হয়েছে। কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন- খুলনা সিটি করপোরেশনের সচিব সানজিদা বেগম, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, সিভিল সার্জন ডা. শেখ শফিকুল ইসলাম, সিটি করপোরেশনের কাউন্সিলর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং খুলনা মেডিক্যাল কলেজ, বেসরকারি হাসপাতাল, শিক্ষা বিভাগের প্রতিনিধিরা।

সভায় ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমে প্রচার, শিক্ষার্থীদের মাধ্যে সচেতনতা বাড়ানো, মশা মারার ওষুধ ছিটানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে প্রতিদিন ডেঙ্গু আক্রান্তদের প্রতিবেদন সিটি করপোররেশনে পাঠানোর সিদ্ধান্ত হয়।

আরো পড়ুন:

কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বর্ষা মৌসুমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধি করা প্রয়োজন। তিনি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কাজে দায়িত্বশীল হওয়া নির্দেশ দেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখারও নির্দেশনা দেন।

ডেঙ্গু জ্বর নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন খুলনার সিভিল সার্জন ডা. শেখ শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘খুলনায় প্রতিদিন দুই-চারজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। বর্তমানে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশা প্রজননের ক্ষেত্র ধ্বংস করতে হবে।’ 

নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়