ঢাকা     বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৪ ১৪৩২

আমতলীতে ফের সেতু ভেঙে খালে

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ১ আগস্ট ২০২৪   আপডেট: ০৯:১০, ১ আগস্ট ২০২৪
আমতলীতে ফের সেতু ভেঙে খালে

বরগুনার আমতলীতে ফের একটি লোহার সেতু ভেঙে পড়েছে টেপুরা খালে। বুধবার (৩১ জুলাই) সকালে সেতুটি ভেঙে পড়ে যায়। এ কারণে চলাচল বন্ধ হয়ে গেছে হলদিয়া ও চাওড়া ইউনিয়নের দুই পাড়ের ২০ হাজার মানুষের। 

জানা গেছে, আমতলী উপজেলার ২০০৭-০৮ অর্থ বছরে হলদিয়া ইউনিয়নের মল্লিক বাড়ি সংলগ্ন টেপুড়া খালে লোহার সেতু নির্মাণ করে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। সেতুটি নির্মাণের সময় স্থানীয়রা অনিয়মের অভিযোগ তুলেন। কিছুদিনের মধ্যেই সেতুটির লোহার বীম অকেজো হয়ে যায়। ফলে সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বুধবার সকালে ওই সেতু মধ্যের অংশ ভেঙে খালে পড়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সেতুটি হঠাৎ করে ভেঙে খালে পড়ে যায়। তখন সেতুর উপরে কোনো যানবাহন বা মানুষ ছিলো না। সেতু ভেঙে যাওয়ায় দুই ইউনিয়নের মানুষের চলাচলে বাঁধা তৈরি হয়েছে। দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা। 

স্থানীয় বাসিন্দা নুর হোসেন বলেন, সেতুটি নির্মাণ করার সময় ঠিকাদার দায়সারা কাজ করেছে। ফলে অল্প দিনের মধ্যেই সেতুর বীম ভেঙে যায়। এরপর থেকেই ঝুঁকিপূর্ণ ছিলো সেতুটি। আমার তিনটি সন্তান এই সেতু পাড় হয়ে স্কুলে যেতো। এখন ওদের স্কুলে যাওয়া বন্ধ। 

হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, সেতুটি ভেঙে যাওয়ায় হলদিয়া ও চম্পাপুর ইউনিয়নের অন্তত বিশ হাজার মানুষ চলাচলে বেশ ভোগান্তি হয়েছে। ঠিকাদারের অনিয়মের কারণেই অল্পদিনে সেতু ভেঙে খালে পড়ে গেছে। 

এ বিষয়ে জানতে আমতলী উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

এর আগে গত ২২ জুন বৌভাত অনুষ্ঠানে যাওয়ার সময় হলদিয়া সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে নয়জন নিহত হন। ঘটনার কিছুদিনের মধ্যেই আবারও টেপুড়া খালের নির্মিত লোহার সেতুটি ভেঙে পড়লো। 

এলজিইডির বরগুনা নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, লোহার সেতু ভেঙে যাওয়ার খবর পেয়েছি। ওই সেতুটি আগেই বেশ ঝুঁকিপূর্ণ ছিলো। ওইখানে গাডার সেতু নির্মাণে ইতিমধ্যে প্রকল্প দেওয়া হয়েছে। বরাদ্দ পেলেই সেতু নির্মাণ করা হবে।

ইমরান/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়