ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

উখিয়া ক্যাম্পে দুইপক্ষের গোলাগুলিতে রোহিঙ্গা যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ১ আগস্ট ২০২৪   আপডেট: ০৯:৫৩, ১ আগস্ট ২০২৪
উখিয়া ক্যাম্পে দুইপক্ষের গোলাগুলিতে রোহিঙ্গা যুবক নিহত

ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের গোলাগুলিতে সৈয়দ করিম (৩৭) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

বুধবার (৩১ জুলাই) সকালে কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ করিম ওই ক্যাম্পের বাসিন্দা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা নেতা বলেন, ‘বুধবার ভোরে প্রায় এক ঘণ্টা ধরে পাল্টাপাল্টি গুলি চালায় দুই সন্ত্রাসী গ্রুপ। এ সময় উভয়পক্ষের মধ্যে অন্তত ২০ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে সৈয়দ করিম নামের এ রোহিঙ্গা নিহত হন।’

আরো পড়ুন:

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হোসেন বলেন, ‘কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জন্য দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

র‍্যাবের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৬৭ জন এবং চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত ৩১ জন খুন হন।

তারেকুর/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়