ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

চট্টগ্রামে ফ্ল্যাট থেকে শ্রীলঙ্কান নাগরিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ১ আগস্ট ২০২৪   আপডেট: ১১:৫২, ১ আগস্ট ২০২৪
চট্টগ্রামে ফ্ল্যাট থেকে শ্রীলঙ্কান নাগরিকের মরদেহ উদ্ধার

ফাইল ফটো

চট্টগ্রামের খুলশীতে একটি ফ্ল্যাট থেকে এক শ্রীলঙ্কান নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে অরুনা দা সিলভা (৫৩) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার হলেও বিষয়টি জানাজানি হয় বুধবার।

অরুনা দা সিলভা চট্টগ্রামের এশিয়ান গ্রুপে কোয়ালিটি ডিপার্টমেন্টের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) নেয়ামত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নিজ বাসাতেই ওই শ্রীলঙ্কান নাগরিক মারা গেছেন। তিনি স্বাভাবিকভাবে মারা গেছেন বলে ধারণা করছি। তবুও মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদনে অস্বাভাবিক কিছু পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

আরো পড়ুন:

প্রয়াত সিলভার সহকর্মী নকোলাস জানান, মঙ্গলবার সকালে সিলভা ঘুম থেকে উঠে গৃহকর্মীকে ফোন দিয়ে বাসায় আসতে বলেন। গৃহকর্মী আসার পর তাকে এক কাপ চা দিতে বলেন সিলভা। এরপর তিনি ওয়াশরুমে যান, সেখান থেকে বের হয়ে বেডরুমে শুয়ে পড়েন। প্রায় ১৫ মিনিট পর গৃহকর্মী চা নিয়ে বেডরুমে প্রবেশ করে দেখেন, সিলভা বিছানায় শোয়া। ডাকাডাকির পরও নড়াচড়া করছিলেন না। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রেজাউল/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়