ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ১ আগস্ট ২০২৪  
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

ফাইল ফটো

নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নয়ন শেখ (৩০) নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় সবুজ কাজী (৩২) নামে আরও একজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। 

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে উপজেলার বয়রা গ্রামের তোতা কাজির বাড়ির পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। 

নিহত নয়ন শেখ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের কবিরুল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, নয়ন শেখ বয়রা গ্রামের বাড়ি থেকে সবুজ কাজিকে সাথে করে মোটরসাইকেল যোগে লোহাগড়া যাওয়ার জন্য রওনা হন। এ সময় বয়রা গ্রামের তোতা কাজির বাড়ির পশ্চিম পাশে পৌঁছালে আগে থেকে সেখানে থাকা তাদের প্রতিপক্ষের ৭-৮ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে তাদের কুপিয়ে জখম করেন। পরে আশপাশের লোকজন তাদের দুইজনকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক নয়ন শেখকে মৃত ঘোষণা করেন। সবুজ কাজির অবস্থার গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, নয়ন শেখ নামে একজন নিহত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

শরিফুল/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়