ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুয়াকাটা সৈকত থেকে যুবকের লাশ উদ্ধার 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ১ আগস্ট ২০২৪  
কুয়াকাটা সৈকত থেকে যুবকের লাশ উদ্ধার 

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১টায় ঝাউবাগান সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি অর্ধগলিত থাকায় পরিচয় শনাক্ত করা যাচ্ছেনা বলে জানায় পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের জোয়ারে লাশটি সমুদ্র থেকে ভেসে আসে। পরে স্থানীয় জেলেরা দেখতে পেয়ে নৌ-পুলিশে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। এসময় লাশটির শরীরে শুধুমাত্র একটি গেঞ্জি পরিহিত ছিলো। 

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ইমরান/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়