রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে পুলিশের বাধা
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পুলিশ মানববন্ধন থেকে এক শিক্ষার্থীকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষকদের মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। এ সময় পুলিশ কয়েকজন শিক্ষার্থীকে আটকের চেষ্টা করলে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা তাদের ছিনিয়ে নেয়।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ‘ছাত্র জনতার খুনিদের প্রতিহত করুণ’ ব্যানারে মুখে ও মাথায় লাল কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে অবস্থান নেয় ক্যাম্পাসের প্রগতিশীল শিক্ষকেরা। পরে সেখানে এসে তাদের সঙ্গে যোগ দেয় বৈষম্যবিরোধী ছাত্ররা। ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে চলমান মানববন্ধনে সাদা পোশাকের পুলিশ অতর্কিত বাধা দেয়। পাঁচ ছাত্রকে আটক করে নিয়ে যাওয়ার পথে শিক্ষকরা তাদের ছিনিয়ে নেয়।
পরে শিক্ষকদের পাহারায় ক্যাম্পাস ত্যাগ করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষকেরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হেমায়েতুল ইসলাম জানান, ছাত্ররা তাদের সঙ্গে আগে বাকবিতণ্ডায় জড়িয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে ডাকা হয়েছিল। পরে সঙ্গে সঙ্গে তাদের ছেড়েও দেয়া হয়।
কেয়া/বকুল