ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

মানিকগঞ্জে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার 

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ১ আগস্ট ২০২৪  
মানিকগঞ্জে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার 

ফাইল ফটো

মানিকগঞ্জে ধর্ষণ মামলায় মো. মোজাম্মেল (৪০) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা আড়াইটার দিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে গতকাল বুধবার (৩১ জুলাই) দিবাগত রাতে ইউপি সদস্যকে পুলিশের হাতে ধরিয়ে দেন গ্রামবাসী।

মো. মোজাম্মেল সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদের ৮নং ওয়াডের মেম্বার।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিধবা এক নারীর সাথে মোজাম্মেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাকে বিয়ের প্রলোভন দিয়ে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করে এই ইউপি সদস্য। বিষয়টি গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে যায়। গতকাল রাতে ওই নারীর ঘরে মোজাম্মেলের উপস্থিতি টের পেয়ে তাকে আটক করে জরুরি সেবা ৯৯৯ ফোন করে গ্রামবাসী। পরে থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিল হোসেন বলেন, ‘নির্যাতনের শিকার ওই নারী বাদি হয়ে সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন। এই মামলায় ইউপি সদস্য মো. মোজাম্মেলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

চন্দন/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়