ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

ঢাকায় সহিংসতায় কুষ্টিয়ার নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা 

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ২ আগস্ট ২০২৪  
ঢাকায় সহিংসতায় কুষ্টিয়ার নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা 

ঢাকায় কোটা আন্দোলনে সহিংসতায় নিহত কুষ্টিয়ার ৪ জনের পরিবার ও স্বজনদের হাতে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় কুমারখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত পরিবার ও স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রত্যেক পরিবারকে ২৫ হাজার করে মোট এক লাখ টাকার চেক প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম সিকাইল ইসলাম, কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান তারেক বিপ্লব ও জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকী বিশ্বাস।

কোটা আন্দোলনে নিহতদের মধ্যে রয়েছেন কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের ইজারুল হকের ছেলে আলমগীর শেখ (৩৬)। অপর দু’জন একই উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর ভবানীপুর গ্রামের মৃত সাবের আলীর ছেলে আব্দুস সালাম (২৪) ও ওহাব মন্ডলের ছেলে সেলিম মন্ডল (২৮)।

অপরদিকে খোকসা উপজেলার থানাপাড়া এলাকায় নিহত মারুফ হোসেনের বাড়িতে যান জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসক বলেন, মারুফের ছোট বোনের পড়াশোনাসহ যেকোনো বিষয়ে যেন উপজেলা প্রশাসনের কাছে যোগাযোগ করা হয়। যথাসাধ্য সহায়তা দেওয়া হবে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন খোকসার ইউএনও ইরুফা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন। 

জেলা প্রশাসক বলেন, এ জেলায় একজন ছাত্র, একজন গাড়িচালক ও দুজন শ্রমিক নিহত হয়েছেন। মৃত্যুর ক্ষতিপূরণ কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে নিহতদের পরিবারের স্বজনেরা সরকারি-সামাজিক যেকোনো সুযোগ-সুবিধায় অগ্রাধিকার পাবেন।

কাঞ্চন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়