ঢাকা     বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৮ ১৪৩১

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের অর্ধশতাধিক ব্লক

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ২ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:০৫, ২ আগস্ট ২০২৪
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের অর্ধশতাধিক ব্লক

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের অর্ধশতাধিক ব্লক তলিয়ে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৭ হাজার রোহিঙ্গা।

শুক্রবার (২ আগস্ট) সরেজমিনে গিয়ে বেশ কয়েকটি ব্লকে হাঁটু সমান পানি দেখা যায়। এর আগে, গত সোমবার (২৯ জুলাই) থেকে কক্সবাজারে বৃষ্টি হচ্ছে।

উখিয়ার ১৬ নম্বর ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ সৈয়দ বলেন, ‘আমাদের ক্যাম্পের এ-১, এ-২, এ-৩ ব্লকে ২২৭টি বসতঘর রয়েছে। এর মধ্যে ১০০ ঘর বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।’

থাইংখালী ১৯ নম্বর ক্যাম্পের হেড মাঝি শামসুল আলম বলেন, ‘টানা বৃষ্টিতে নিচু জায়গায় যে ঘরগুলো আছে তা তলিয়ে গেছে। ক্যাম্পের ১৯ ও ১৮ এর মাঝামাঝি একটি খাল আছে। ভারী বৃষ্টিপাত হলে খালের পানি আশপাশের বসতঘরে ঢুকে পড়ে।’

কুতুপালং ১ নম্বর ক্যাম্পের (ওয়েস্ট) কমিউনিটি নেতা হামিদ হোসেন বলেন, ‘ভারী বর্ষণে উখিয়ার নিচু জায়গার বিভিন্ন ক্যাম্পে বসবাসরত ৭ হাজারের অধিক রোহিঙ্গা পানিবন্দি হয়ে পড়েছেন। তবে আজ সকাল থেকে পানি নামতে শুরু করেছে। ভারী বৃষ্টিপাতে পাহাড় নরম হয়ে গেছে। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, ‘রোহিঙ্গাদের দুর্ভোগে সাহায্য করার জন্য এনজিও রয়েছে। হয়তো তারা কোনো না কোনো ব্যবস্থা নেবে। এছাড়া, তাদের অভ্যন্তরীণ বিষয়গুলো শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন দেখে।’

এ বিষয়ে জানতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং অতিরিক্ত কমিশনারকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেননি।

তারেকুর/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়