কোটি টাকা পেলেন সড়ক রক্ষণাবেক্ষণে নিয়োজিত ১১০ নারীকর্মী
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ১১০ জন নারীকর্মীকে তাদের সঞ্চয়ের ১ কোটি ৩২ লাখ টাকা প্রদান করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
আগস্টের প্রথম দিনে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে এ অর্থ বিতরণ করা হয়।
এলজিইডির পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি) শীর্ষক প্রকল্পের আওতায় জিওবি অর্থায়নে বাস্তবায়িত হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলার ৪ বছর মেয়াদী গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ১১০ জন নারীর প্রত্যেককে ১ লাখ ২০ হাজার ৫১৭ টাকা করে প্রদান করে সনদপত্রও দেওয়া হয়।
হবিগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তনুকা ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের এ টাকা প্রদানের মধ্য দিয়ে সংসারে স্বচ্ছলতা ফেরানোর সুযোগ দিয়েছেন। এ অর্থ এমনভাবে বিনিয়োগ করুন- যেন ভবিষ্যতে এর সুফল ভোগ করতে পারেন।
এলজিইডি জানায়, প্রতি ইউনিয়নে ১০ জন করে হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় ১১টি ইউনিয়ন থেকে মোট ১১০ জন কর্মীকে নিয়োগ দেওয়া হয়। তাদের দৈনিক কর্ম মজুরি ২৫০ টাকা। এর মধ্যে ৮০ টাকা সঞ্চয়ী হিসেবে প্রত্যেক কর্মীদের নিজ নিজ অ্যাকাউন্টে জমা রাখা হয়। সকল কর্মীদের মোট সঞ্চয়ের টাকার পরিমাণ ১ কোটি ৩২ লাখ ৫৬ হাজার ৯০৫ টাকা। এর পাশাপাশি সনদপত্র বিতরণ করা হয়েছে।
এসব নারী চার বছর ধরে শুক্রবার ব্যতিত দৈনিক ছয় ঘণ্টা করে কাজ করেছেন। প্রধান কাজ ছিল রাস্তার পাশের ঝোপঝাড় পরিষ্কার করা ও ছোটখাটো ভাঙা মেরামত করা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- এলজিইডি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসেন প্রমুখ।
মামুন/টিপু