ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

বাগেরহাটের তিন শিশুকে যৌন হয়রানি অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ২ আগস্ট ২০২৪  
বাগেরহাটের তিন শিশুকে যৌন হয়রানি অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বাগেরহাটের কচুয়ায় তিন শিশুকে যৌন হয়রানির ঘটনায় আজাহার আলী মোল্লা (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পিরোজপুরের রাজারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজাহার আলী মোল্লা কচুয়া উপজেলার চরসোনাকুড় গ্রামের মৃত কাদের মোল্লার ছেলে। 

বাগেরহাটের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

মামলার বরাতে তিনি বলেন, আজাহার আলী প্রতিবেশী তিন শিশুকে গাব ফল খাওয়াবে বলে ডেকে নিয়ে যায় নিজ বাড়িতে। এ সময় তিন শিশুকে যৌন হয়রানি করা হয়। এ ঘটনায় এক শিশু তার পরিবারকে বিষয়টি জানায়। পরে ওই শিশুর বাবা বাদী হয়ে আজাহার আলী মোল্লার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। 

তিনি আরও বলেন, মামলার আসামি আজাহার আলীকে গ্রেপ্তারের জন্য বাগেরহাট ও কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান শুরু করে। পরে বৃহস্পতিবার রাতে আত্মগোপনে থাকা পিরোজপুরের রাজারহাট এলাকা থেকে তাকে  গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার সকালে নারী নির্যাতন মামলার গ্রেপ্তারকৃত আসামি আজহার আলিকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

শহিদুল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়