টাঙ্গাইলে আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

টাঙ্গাইলে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৃথক প্রতিবাদ মিছিল করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ পৃথক প্রতিবার মিছিল বের করা হয়।
টাঙ্গাইল পৌরসভার সামনে থেকে জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এসএম সিরাজুল হক আলমগীরসহ অনেকে।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপির নেতৃত্বে শহরের পূর্বআদালত পাড়া থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের শাহজাহান আনছারী, দপ্তর সম্পাদক খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এতে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরাও অংশ নেয়।
কাওছার/ইমন