ঢাকা     শুক্রবার   ১৪ মার্চ ২০২৫ ||  ফাল্গুন ২৯ ১৪৩১

পুরোদমে ব্যস্ত দিনাজপুরের আমন চাষিরা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ২ আগস্ট ২০২৪   আপডেট: ১৫:১৬, ২ আগস্ট ২০২৪
পুরোদমে ব্যস্ত দিনাজপুরের আমন চাষিরা

দিনাজপুরে মাঠে মাঠে আমন চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। দিন রাত হাল চাষ, বীজ তোলা ও রোপণের কাজ করে যাচ্ছেন তারা। এখন যেন তাদের দম ফেলার সময় নেই।

জেলার ১৩টি উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, আমন চাষিরা জমি তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কিছু কিছু জমিতে কৃষক চারা রোপণ করছেন। আবার যেসব জমির পানি শুকিয়ে গেছে সেখানে পানির ব্যবস্থা করছেন। কেউ কেউ জমির পাশের ডোবা-নালা থেকে শ্যালো মেশিন দ্বারা পানি সেচ দিচ্ছেন। 

বিরামপুরের কাটলা গ্রামের কৃষক মাসুদ রানা বলেন, এবার ১৮ বিঘা জমিতে আমন চাষ করছি। প্রায় সব জমিতে চারা রোপণ শেষ হয়ে গেছে। আশা করছি গত ইরি ধানের মতো বাম্পার ফলন পাবো। 

উপজেলার হাবিবপুর গ্রামের কৃষক আজাদ আলী বলেন, গত ইরি ধানের দাম ভালো পেয়েছিলাম। এবার ৮ বিঘা জমিতে আমন চাষ করবো। সব জমিতে সার দিয়ে জমি তৈরি করেছি। জমিতে পানি আছে, তবে কিছু উঁচু জমিতে একটু পানি কম রয়েছে। বৃষ্টি শুরু হয়েছে। আশা করছি সমস্যা হবে না। 

নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিসার তাপস রায় বলেন, নবাবগঞ্জ উপজেলায় ২১ হাজার ৭২৫ হেক্টর জমিতে আমন চাষ হচ্ছে। কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। 

এ বিষয়ে দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান বলেন, জেলার ১৩ উপজেলায় ২ লাখ ৬০ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জেলায় প্রায় ২৪ হাজার কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গত বোরো মৌসুমে ধানের দাম অনেক ভালো পেয়েছে কৃষক। এবারও ভালো দাম পাবার আশায় আমন চাষে মনযোগী হয়ে উঠেছে। আমরা কৃষকদের সার্বিকভাবে সেবা দিয়ে যাচ্ছি।

মোসলেম/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়