ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৯, ২ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:২৫, ২ আগস্ট ২০২৪
লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। শুক্রবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে তমিজ মার্কেট এলাকায় সদর উপজেলা চেয়ারম্যান টিপুর বাসার সামনে দুই পক্ষের সংঘর্ষ হয়। 

স্থানীয় বাসিন্দারা জানান, আজ দুপুরে সদর উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপুর নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা বাজার সড়কে অবস্থান নেয়। এসময় তারা জয়বাংলা স্লোগান দিতে থাকেন। এসময় শহরের বিভিন্ন দোকান ও গলিমুখে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা অবস্থান নিতে শুরু করেন। যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা তাদেরকে সরে যেতে অনুরোধ করেন। এক পর্যায়ে পুলিশের অনুরোধে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা সরে গিয়ে তমিজ মার্কেট এলাকায় উপজেলা চেয়ারম্যানের বাসভবনে অবস্থান নেয়। পরে আন্দোলনকারীরা বাজার ব্রিজ থেকে মিছিল নিয়ে বের হন। মিছিলটি উপজেলা চেয়ারম্যানের বাসার সামনে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি ছিদ্দিক বলেন, ‘লক্ষ্মীপুর শান্ত ছিল। সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে ছিল। চেয়ারম্যানের উস্কানিতেই ঘটনাটি ঘটেছে। উনি নেতাকর্মীদের নিয়ে এখানে অবস্থান না নিলে ইট নিক্ষেপের পরিস্থিতি হতো না।’

আরো পড়ুন:

জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়