ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কোটা সংস্কার অন্দোলন

কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন দুই শিক্ষার্থী

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ২ আগস্ট ২০২৪  
কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি পেলেন দুই শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের করা মামলায় গ্রেপ্তার হওয়া দুই শিক্ষার্থীকে কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। গত বুধবার (৩১ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত অনুমতিপত্রে এ তথ্য জানা গেছে। অনুমতিপত্রে, কারাগারে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত যাবতীয় ব্যয় পরীক্ষার্থীর অভিভাবককে বহন করতে হবে বলে বলা হয়েছে।

অনুমতি পাওয়া দুই শিক্ষার্থী হলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের সাঈদুর রহমানের ছেলে মো. ফাহিম পারভেজ রনি ও একই গ্রামের নূরুন্নবীর ছেলে মো. জাহিদ হোসেন। দুজনই সাতক্ষীরা জেলা কারাগারে আছেন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত অনুমতিপত্রে বলা হয়, সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনায় দুই পরীক্ষার্থীর উত্তরপত্র, প্রশ্নপত্র, হাজিরাপত্র ইত্যাদি সরবরাহ এবং কারা অভ্যন্তরে পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হলো। কারাগারে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত যাবতীয় ব্যয় পরীক্ষার্থীর অভিভাবককে বহন করতে হবে বলেও অনুমতিপত্রে বলা হয়েছে।

আরো পড়ুন:

কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি-সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন চলাকালে আন্দোলনকারীরা গত ১৭ জুলাই দুপুরে সাতক্ষীরা সদর থানার ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশের শক্ত অবস্থান ছিল। থানয় ঢুকতে না পেরে আন্দোলনকারীরা পুলিশের ওপর হামলা চালায়। হামলায় দুই সহকারী উপ-পরিদর্শক ও একজন পুলিশ সদস্য আহত হন। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক ব্রজকিশোর পাল বাদী হয়ে পরদিন থানায় একটি মামলা করেন। আদালত গ্রেপ্তারকৃত ১৬ জনের মধ্যে ১৩ জনের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদের মধ্যে তিনজন এইচএসসি পরীক্ষার্থীসহ ৭ জনকে রিমান্ড শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

শাহীন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়