সাগরে মাছ ধরার নৌকাডুবি, নিখোঁজ এক
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় আবদুর রহমান (১৭) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। এসময় অন্য চার জেলে সাঁতরে কাছে থাকা অন্য একটি নৌকায় গিয়ে ওঠেন। শুক্রবার (২ আগস্ট) সকালে উপজেলার শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া উপকূলের বঙ্গোপসাগরে নৌকাটি ডুবে যায়। শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ আবদুর রহমান শাহপরীর দ্বীপ ৭ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া গ্রামের হাফেজ উল্লাহর ছেলে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান বলেন, নিখোঁজ আবদুর রহমানের সন্ধানে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা সমুদ্রে কাজ করছে।
ডুবে যাওয়া নৌকার মালিক বকসু মিয়া বলেন, ‘প্রতিদিনের মতো নৌকা নিয়ে ৫ জন সাগরে মাছ শিকারে যান। শাহপরীর দ্বীপ উপকূলে ফিরে আসার সময় ঢেউয়ের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিক নৌকার মাঝিসহ ৪ জন সাঁতরে অন্য একটি নৌকায় গিয়ে ওঠেন। আবদুর রহমান নামে এক জেলে উঠতে পারেনি। তিনি নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃত জেলেরা বাড়ি ফিরেছেন।’
ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক বলেন, সাগরে মাছ ধরার সময় নৌকা ডুবে এক জেলে নিখোঁজ রয়েছে। একই নৌকায় থাকা বাকি চারজন নিরাপদে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া ঘাটে পৌঁছেছেন। নিখোঁজ জেলের সন্ধানে সাগরে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।
তারেকুর/মাসুদ