ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কোটা সংস্কার আন্দোলন

৬ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ২ আগস্ট ২০২৪  
৬ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় সাতক্ষীরা সদর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া ছয় এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন সাতক্ষীরার আদালত।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. আশিকুর রহমান শিক্ষার্থীদের জামিন দেন। রাত ৮ টার দিকে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা পরিদর্শক (ডিআইও-১)  মো. ইয়াছিন আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিন পাওয়া এইচএসসি পরীক্ষার্থীরা হলেন- সাতক্ষীরার লাবসা এলাকার কাজী কামরুল হাসানের ছেলে কাজী সাকিব হাসান (১৯), দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের মোহাম্মদ সাইদুল ইসলামের ছেলে ফাহিম হোসেন রনি (১৯), একই গ্রামের নুর নবীর ছেলে জাহিদ হোসেন (১৯), দেবহাটা উপজেলার দেবীশহর গ্রামের আফসার আলীর ছেলে আসাদুল্লাহ আকাশ (২০), সাতক্ষীরা শহরের ইটাগাছা পশ্চিম পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে তাসিন ফারহান নিলয় (২২) ও মধুমল্লারডাঙ্গী গ্রামের শেখ সাইফুলৈ ইসলামের ছেলে শেখ নাফিজুল ইসলাম (২০)।  

আরো পড়ুন:

প্রসঙ্গত, গত ১৭ জুলাই দুপুরে সাতক্ষীরা সদর থানার ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন কোটা আন্দোলনকারীরা। এ সময় পুলিশের শক্ত অবস্থান ছিল। থানয় ঢুকতে না পেরে আন্দোলনকারীরা পুলিশের ওপর হামলা চালায়। হামলায় দুই সহকারী উপ-পরিদর্শক ও একজন পুলিশ সদস্য আহত হন। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক ব্রজকিশোর পাল বাদী হয়ে পরদিন থানায় একটি মামলা করেন। আদালত গ্রেপ্তারকৃত ১৬ জনের মধ্যে ১৩ জনের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদের মধ্যে ছয়জন এইচএসসি পরীক্ষার্থীসহ ৭ জনকে রিমান্ড শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়