ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ধামরাইয়ে ট্রাক-পিকআপ সংঘর্ষে বাবা-ছেলে নিহত

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ০৮:৩৪, ৩ আগস্ট ২০২৪
ধামরাইয়ে ট্রাক-পিকআপ সংঘর্ষে বাবা-ছেলে নিহত

ঢাকার ধামরাইয়ে ট্রাক-পিকআপ সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর থানার কয়লা গ্রামের মহিদুল (৪২) ও তার ছেলে আব্দুল্লাহ (১০)। সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। আহত পিকআপ চালক হাসপাতালে চিকিৎসাধীন।

আরো পড়ুন:

ফায়ার সার্ভিস জানায়, পিকআপের পেছনে একটি ফ্রিজ নিয়ে মানিকগঞ্জে যাচ্ছিলেন বাবা-ছেলে। কসমস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ থেকে সড়কে ছিটকে পড়েন বাবা-ছেলে। সে সময় অন্য আরেকটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই মারা যান মহিদুল। আহতাবস্থায় আব্দুল্লাহকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাব্বির/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়