ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

রাতেই বসলেন আদালত, রংপুরে ৮ শিক্ষার্থীর জামিন

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ০৯:০৬, ৩ আগস্ট ২০২৪
রাতেই বসলেন আদালত, রংপুরে ৮ শিক্ষার্থীর জামিন

রংপুরে চলমান কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া এইচএসসি পরীক্ষার্থীসহ বয়স বিবেচনায় ৮ শিক্ষার্থীর জামিন দিয়েছেন আদালত। 

শুক্রবার (২ আগস্ট) রাত ৯টার দিকে বিশেষ আদেশে আদালত বসিয়ে তাদের জামিন মঞ্জুর করেন চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক এফ এম আহসানুল হক রানা।

পরে রাত সাড়ে ১১টার দিকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে বেড়িয়ে আসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়া ওই আট শিক্ষার্থী। এ সময় মূল ফটকে তাদের স্বজনদের জড়িয়ে কান্নায় ভেঙে পরে শিক্ষার্থীরা। 

জামিনে মুক্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন- এইচএসসি পরীক্ষার্থী পুরাতন ট্রাকস্টান্ডের ফারুক মিয়ার ছেলে আমির হামজা, কামাল কাছনায় এলাকার আবু তাহেরের ছেলে তৌফিক ওমর ধ্রুব (১৭), বাবুখা এলাকার মঞ্জিল হোসেনের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আশরতপুরের আ. মালেকের ছেলে পাভেল মিয়া (১৭), হারাগাছ থানার নিউ জুম্মাপাড়া চেংমারীর মো. বিটুল মিয়ার ছেলে আল মারজান (২০), বেনুঘাট ময়নাকুঠি এলাকার হামিদুল ইসলামের ছেলে নিয়াজ আহাম্মেদ রফি, কাউনিয়া উপজেলার বাওয়াটারীর রবিউল ইসলামের ছেলে মো. সৌরভ মিয়া, খোরশেদ আলমের ছেলে রাকিব হোসাইন। 

আমির হামজার বাবা ওমর ফারুক বলেন, আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে আমি ছেলের জন্য ক্ষমা চাই। তবু ছেলেটাকে যেন একেবারে মুক্তি দেয়। এটাই সরকারের কাছে আমার দাবি। আমার ছেলে এবার এইচএসসি পরীক্ষার্থী। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। 

আব্দুল্লাহ ইবনে জুবায়েরের বাবা মঞ্জিল হোসেন বলেন, ছেলেকে তো জামিন দিলো। সরকারের কাছে দাবি, ছেলেটার নামে যেন আর মামলা মোকদ্দমা না দেয়। হয়রানি না করে। 

এ বিষয়ে আইনজীবী জোবায়দুল ইসলাম বুলেট বলেন, এটা নজিরবিহীন ঘটনা, রাতে কোট বসিয়ে সরকার শিক্ষার্থীদের জামিন দিচ্ছে। এটাই প্রমাণ করে শিক্ষার্থীদের আন্দোলন সঠিক। তবে আন্দোলন দমনের নামে নিরপরাধ শিক্ষার্থীদের এভাবে গ্রেপ্তার করে মামলায় জড়িয়ে না দেয়ার দাবি করেন তিনি।

আমিরুল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়