নিহত পুলিশ কনস্টেবলের ৬ বছরের মেয়ে বারবার খুঁজছে বাবাকে
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
হাসপাতালে স্বজনদের ভিড়। ইনসেটে সুমন ঘরামী। ছবি: রাইজিংবিডি
খুলনায় কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবল সুমন ঘরামীর ছয় বছর বয়সী একমাত্র মেয়ে স্নিগ্ধা বারবার বাবাকে খুঁজছে। কিন্তু শিশুটি এখনও যানে না তার বাবা আর কখনো ফিরবে না। সে তার মায়ের কান্না দেখছে, আর বাবা বাবা বলে ডাকছে।
শুক্রবার (২ আগস্ট) রাতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গেলে এমন দৃশ্যের দেখা মেলে। এ সময় সুমন ঘরামীর স্ত্রী মিতু বিশ্বাস আহাজারি করছিলেন। তার আহাজারিতে ভারী হয়ে উঠে হাসপাতাল।
সুমন ঘরামীর বাড়ি বাগেরহাটের কচুয়ায়। তিনি সুশীল কুমার ঘরামী ও গীতা রাণী ঘরামীর ছেলে। স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন নগরীর বয়রা এলাকায়। সুমন খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন।
শুক্রবার সন্ধ্যায় খুলনার মোহাম্মদনগর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তিন দফা সংঘর্ষ হয়। এ সময় সুমন ঘরামী নিহত হন। তার মৃত্যুতে কেএমপির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোক বিবৃতিতে পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নূরুজ্জামান/কেআই
- ১ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ২ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৪ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৫ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৫ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৫ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৫ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৫ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৫ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৫ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৫ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৫ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৫ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৫ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫
- ৫ মাস আগে অগ্নি সন্ত্রাসের বিচার দাবি হাবিপ্রবি শিক্ষকদের