মেঘনায় ট্রলারডুবির ঘটনায় আরও ২ জনের মরদেহ উদ্ধার
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

শরীয়তপুরে গোসাইরহাটের মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে একই পরিবারের ৩ জনসহ মোট চারজনের মরদেহ উদ্ধার করা হলো। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে আরও একজন।
শুক্রবার (২ আগস্ট) রাতে ও শনিবার দুপুরে মাঝেরচর এলাকায় জেলেদের জালে আটকা পড়লে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এরা হলেন- পুরান ঢাকার ধোলাইখালের শাহজাহান বেপারীর ছেলে শাওন (১৮) ও একই এলাকার বুলু বেপারীর ছেলে রূদয় (২৪)।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
স্থানীয় ও ট্রলারের যাত্রীরা জানান, বিয়ের জন্য মেয়ে দেখতে এসে ট্রলারডুবির ঘটনায় নিহত হন বরের মা-বোনসহ দুই জন। আহত অবস্থায় উদ্ধার হওয়া ৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ঘটনায় শুক্রবার রাতে শাওন নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে শনিবার বেলা ১২টার দিকে একই এলাকা থেকে রূদয় নামে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।
শুক্রবার সকাল ১০টায় কোদালপুর লঞ্চঘাট থেকে ট্রলারযোগে পরিবারের ৮ জনসহ মোট ১১ জন মাঝেরচর যাচ্ছিলেন। ট্রলারটি গোসাইরহাট ইউনিয়নের মেঘনার মাঝ নদীতে আসলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ডুবে যায়।
ট্রলারডুবির ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ।
আকাশ/ইমন