ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সাজেকে তিন শতাধিক পর্যটক আটকা

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:৩০, ৩ আগস্ট ২০২৪
সাজেকে তিন শতাধিক পর্যটক আটকা

সাজেক ভ্যালি

ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী ও বাঘাইহাট সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি-সাজেক যান চলাচল বন্ধ রয়েছে। এতে সাজেক ভ্যালীতে আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক।

শনিবার (৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে সাজেক কুঁড়েঘর রিসোর্টের ম্যানেজার মো. সাইফুল ইসলাম বলেন, বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে প্রায় তিন শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

সাজেক ইউনিয়ন পরিষদের সচিব বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, শুক্রবার বিকেলে বন্যার পানিতে সড়ক তলিয়ে যায়। এতে খাগড়াছড়ি-সাজেক যান চলাচল বন্ধ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, সাজেকে যারা আটকা পড়েছেন, তারা যেন ভালো থাকেন সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিকেলের মধ্যে পানি কমে না এলে অবস্থা দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজয়/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়