ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

শেরপুরে ২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:৫৬, ৩ আগস্ট ২০২৪
শেরপুরে ২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে শেরপুরে গ্রেপ্তার হওয়া দুই এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। শনিবার (৩ আগস্ট) সাপ্তাহিক বন্ধের দিন থাকলেও শেরপুর জিআর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ দুপুরে ওই দুই পরীক্ষার্থীদের জামিনের আদেশ দেন। 

গ্রেপ্তার দুই শিক্ষার্থীর নাম ওমর ফারুক ও রাজন মিয়া। তাদের বাড়ি জেলার নালিতাবাড়ী উপজেলায়। গত ২০ জুলাই তাদের গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা কোর্ট পরিদর্শক (ওসি) খন্দকার শহীদুল ইসলাম।

এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সভাপতি মুরাদুজ্জামান মুরাদ বলেন, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ প্রশাসন যে মারমুখী ভুমিকা নিয়েছে তাতে নিরীহ অনেক ছাত্র-জনতা মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে। অনেকে আন্দোলনে না গিয়েও গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে দুইজন চলমান এইচএসসি পরীক্ষার্থী। 

আরো পড়ুন:

তিনি বলেন, ‘আমরা বিষয়টি বিজ্ঞ আদালতের নজরে এনেছি। তাদের কাগজপত্র দেখিয়েছি। বিষয়টি বিবেচনায় এনে আদালত তাদের জামিন দিয়েছেন।’ 

নীলফামারীতে পরীক্ষার্থীর জামিন 
নীলফামারীতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার মিনহাজ পায়েল (২০) নামে এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। শনিবার (৩ আগস্ট) দুপুরে শুনানি শেষে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সহদেব চন্দ্র রায় এ রায় দেন।

মিনহাজ উপজেলার নিয়ামতপুর বানিয়া পাড়া গ্রামের ইমদাদুল হকের ছেলে ও সৈয়দপুর বিজনেজ ম্যানেজমেন্ট ইনষ্টিউট থেকে এইচএসসি পরীক্ষার্থী। 

আসামি পক্ষের আইনজীবী অর্জন বিশ্বাস জানান, পায়েলের বিরুদ্ধে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এবং আসামি কী করেছে তার সঠিক ব্যাখ্যা এজাহারে না থাকায় তার ভবিষ্যতের কথা চিন্তা করে পুলিশের চার্জশিট না আসা পর্যন্ত ৫০০ টাকা বন্ডে বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন।

আদালতের পিপি অক্ষয় কুমার রায় বলেন, পায়েল ছাড়াও এ ধরনের ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার থাকলে অবিভাবকদের আদালতে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। 

পুলিশ সুপার মোকবুল হোসেন বলেন, ওই ঘটনায় জেলার সৈয়দপুর উপজেলায় ৩৫ জন গ্রেপ্তার হয়। 

সিথুন/তারিকুল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়