ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীর রাস্তায় শিক্ষার্থীদের নিয়ে বিএনপি নেতা মিনুর স্ত্রী 

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:৪৯, ৩ আগস্ট ২০২৪
রাজশাহীর রাস্তায় শিক্ষার্থীদের নিয়ে বিএনপি নেতা মিনুর স্ত্রী 

শরীরে পতাকা জড়িয়ে বিক্ষোভে অংশ নেন সালমা শাহাদাৎ (ডানে)। তিনি রাসিকের সাবেক মেয়র মিনুর স্ত্রী

সারাদেশে শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদ জানাতে শরীরে জাতীয় পতাকা জড়িয়ে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টের আরডিএ মার্কেটের সামনে বিক্ষোভ করেছেন মাদারবক্স গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ সালমা শাহাদাৎ। এসময় তার সঙ্গে কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সালমা শাহাদাৎ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর সহধর্মিনী।

শনিবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি এ কর্মসূচি পালন করেন। এর আগে, গতকাল শুক্রবার রাতে এ ধরনের কর্মসূচি পালনের ঘোষণা দেন সালমা শাহাদাৎ।

আরো পড়ুন:

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অধ্যক্ষ সালমা শাহাদাৎ শরীরে পতাকা জড়িয়ে বৃষ্টিতে ভিজে আজ কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে মহানগরীর জিরোপয়েন্টে যান। এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে সেখান থেকে সরে যেতে বললে পাশেই নগরীর আরডিএ মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত কথা বলে কর্মসূচি শেষ করেন তিনি। 

সালমা শাহাদৎ বলেন, ‘সারাদেশে প্রায় আড়াই শতাধিক কোমলমতি মেধাবী শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। আমারও সন্তান রয়েছে। মূলত আমি মা ও অভিভাবক হিসেবে বিবেকের তাড়নায় রাস্তায় দাঁড়িয়েছি। আর যাতে কোনো মায়ের বুক খালি না হয় সে জন্যই জিরোপয়েন্টে গিয়েছি।’ 

কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়