বগুড়ায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচি চলাকালে বগুড়ায় পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপের পাশাপাশি শহরের সাতমাথায় অবস্থিত পুলিশ বক্সে আগুন দিয়েছে।
পুলিশ দাবি করেছে, আন্দোলনের মধ্যে দুর্বৃত্তরা প্রবেশ করে সহিংসতা এবং পুলিশ বক্সে আগুন দিয়েছে।
কর্মসূচিতে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, সরকারি মহিলা কলেজ, বগুড়া জিলা স্কুল, বগুড়া সরকারি কলেজ, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ ও বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থান নিতে থাকেন। কর্মসূচিতে অভিভাবকরাও অংশ নেন। ফলে শহরের ভেতর যান চলাচল বন্ধ হয়ে যায়। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় মার্কেটসহ দোকান বন্ধ করে দেন দোকানিরা। বিকেল সাড়ে ৩টার পর আন্দোলনকারীরা নবাববাড়ী রোডে দিকে অগ্রসর হতে শুরু করেন। এসময় পুলিশ তাদের দিকে টিয়ারশেল নিক্ষেপ করে। আন্দোলনকারী শিক্ষার্থীরাও পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় আন্দোলনকারীদের একাংশ শহরের জলেশ্বরীতলা এলাকার দিকে অবস্থান নেয়। সেখানেও পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়লে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করে।
বগুড়ার পুলিশ সুপার জাকির হাসান বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতমাথায় অবস্থিত পুলিশ বক্সে আগুন দিয়েছে। আন্দোলনকারীদের প্রধান টার্গেট পুলিশ। তারা পুলিশকে লক্ষ্য করেই ইটপাটকেল নিক্ষেপ করছে।
এনাম/মাসুদ