নাটোরে ৮ মামলায় গ্রেপ্তার ১২১
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, নাশকতা ও সংঘর্ষের অভিযোগে নাটোরের বিভিন্ন থানায় আটটি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, বিএনপি, জামায়াত ও শিবিরের নেতাসহ ১২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ আগস্ট) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর পুলিশ সুপার তারিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতদের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সাংবাদিক যোবায়ের হোসেন, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মীর সাজেদুল ইসলাম, জেলা শ্রমিকদলের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নলডাঙ্গা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মামুনুর রশিদ, নলডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, লালপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হাসান আলী, উপজেলার কদিমচিলান ইউনিয়ন জামায়াতের আমীর সাহাবুল ইসলাম প্রমুখ রয়েছেন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, ‘আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা। ভিডিও ফুটেজ আছে। সেখানে একটা বিএনপি নেতাকে কেউ দেখাতে পারবে না। অথচ মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। আমার নামেও মামলা দেওয়া হয়েছে। জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই সেইসঙ্গে মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত সবার মুক্তির দাবি জানাই।’
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার ঘটনায় জেলার বিভিন্ন থানায় আট মামলায় এখন পর্যন্ত পুলিশ ১২১ জনকে গ্রেপ্তার করেছে। নাটোরের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী সার্বক্ষণিক মাঠে কাজ করছে।’
আরিফুল ইসলাম/সনি