কর্মসূচি শেষে পুলিশের গাড়িতে শিক্ষার্থীদের হামলা
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
সড়ক অবরোধ কর্মসূচি শেষে ফেরার সময় পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি ও পুলিশ বক্স ভাঙচুর করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় তাদের মারধরে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। শনিবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বরিশাল নগরীর চৌমাথা এলাকার মহাসড়কে হামলাটি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্ররা বেলা আড়াইটার দিকে কর্মসূচি শেষ ঘোষণা করে যে যার মতো চলে যাচ্ছিলেন। এ সময় পুলিশের গাড়িটি চৌমাথা এলাকায় এসে পৌঁছায়। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িটি ভাঙচুর ও কয়েকজন পুলিশ সদস্যকে মারধর করেন। তারা গাড়িটি ধাক্কা দিয়ে উল্টে সড়কের ওপর ফেলে আড়াআড়ি করে রাখেন। পাশেই থাকা পুলিশ বক্সেও হামলা চালান তারা।
বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আমরা শিক্ষার্থীদের কর্মসূচিতে কোন বাঁধা দেইনি। তারপরও শিক্ষার্থীরা অযথা পুলিশের ওপর হামলা করেছে। তারা পুলিশ বক্স ও গাড়ি ভাঙচুর করেছে।
আরিফুর/মাসুদ