টাঙ্গাইলে একদফা দাবিতে প্রেসক্লাবের সামনে ছাত্রদের অবস্থান
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টাঙ্গাইলে জাতীয় পতাকা হাতে নিয়ে একদফা দাবিতে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রোববার (৪ আগস্ট) বেলা ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কাজী নজরুল সরণি সড়ক অবরোধ করে দিনের কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন। বিভিন্ন এলাকা থেকে একের পর এক মিছিল গিয়ে থামে প্রেসক্লাবের সামনে। সেখানে ছাত্র-জনতার ঢল নামে। সেখানে অনেকের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
শিক্ষার্থীদের নানা স্লোগানে টাঙ্গাইল প্রেসক্লাব এলাকা প্রকম্পিত হতে থাকে।
এ সময় শিক্ষার্থীরা দেশের সব নাগরিককে অসহযোগ কর্মসূচি সফল করার আহ্বান জানান। উপস্থিত শিক্ষার্থী-জনতা করতালি দিয়ে এ কর্মসূচিকে স্বাগত জানান।
এ দিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক যানবাহনশূন্য দেখা যায়।
কাওছার/টিপু