ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ৪ আগস্ট ২০২৪   আপডেট: ১৩:৪৭, ৪ আগস্ট ২০২৪
চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২৫

চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার থেকে সংঘর্ষ শুরু হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে সংঘর্ষ চলছিল। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনকারীরা নগরীর কোতোয়ালী থানাধীন নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য পাল্টা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। নগরীতে দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া বিভিন্ন থানার ফোর্স মাঠে রয়েছে।

রেজাউল/কেআই

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়