ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বগুড়ায় আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষে নিহত ৩

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ৪ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:৪৭, ৪ আগস্ট ২০২৪
বগুড়ায় আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষে নিহত ৩

বগুড়ার দুপচাঁচিয়ায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তার নাম মুনিরুল ইসলাম (৩৪)। বাড়ি কাহালু উপজেলার বীরকেদার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন পালনে সকাল ১০টার দিকে দুপচাঁচিয়া উপজেলার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ থানার মধ্যে অবস্থান নিলে আন্দোলনকারীরা থানার গেট ভাঙচুরের চেষ্টা করে। সে সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ১২ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. শামসুন্নাহার ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এনাম/কেআই

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়