ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরেছেন

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ৪ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:৩৮, ৪ আগস্ট ২০২৪
সাজেকে আটকে পড়া পর্যটকরা ফিরেছেন

ফাইল ফটো

সাজেকে আটকে পড়া তিন শতাধিক পর্যটক নিরাপদে ফিরেছেন। রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দেন তারা।

সাজেক কুঁড়েঘর রিসোর্টের জোতেন ম্যানেজার ত্রিপুরা বলেন, সাজেকে আটকে পড়া পর্যটকরা সকাল সাড়ে ১০টার দিকে স্কর্টের মাধ্যমে খাগড়াছড়ির উদ্দেশ্যে চলে গেছেন।

এর আগে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ও মাচালংয়ে বন্যার পানিতে সড়ক তলিয়ে যান চলাচল বন্ধ থাকায় সাজেকে প্রায় তিন শতাধিক পর্যটক আটকা পড়েন।

সাজেক ইউনিয়নের সচিব বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, বৃষ্টি না হওয়ায় মাচালং ও বাঘাইহাটে সড়কে জমে থাকা পানি নেমে গেছে। ফলে সাজেক থেকে পর্যটকরা নিরাপদে ফিরেছেন।

বিজয়/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়