উত্তাল ময়মনসিংহ শহর
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বৈষম্যবিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ময়মনসিংহ শহর।
রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে ছাত্র-জনতা নগরীর টাউন হল প্রাঙ্গণে গিয়ে জড়ো হতে থাকেন। টাউন হলে দুপুর ১২টার দিকে কয়েক হাজার লোক জড়ো হন। তারা তাদের এক দফা দাবিতে স্লোগান দেন। নগরীর নতুন বাজার থেকে কাঁচিঝুলি পর্যন্ত সড়কটি সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনকারীদের দখলে রয়েছে। তবে রাস্তায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান, আরিফুল ইসলাম, রাকিবসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এদিকে, চলমান আন্দোলনের প্রভাবে বন্ধ রয়েছে নগরীর বেশির ভাগ দোকান-পাট। সকালে বিভিন্ন রুটে কিছু যানবাহন চলাচল করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যায়। নগরীর মাসকান্দা ও ব্রিজ মোড় বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস চলাচল করতে দেখা যায়নি।
মিলন/ইভা