ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

চট্টগ্রামে দিনভর সংঘর্ষে আহত ৫৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ৪ আগস্ট ২০২৪  
চট্টগ্রামে দিনভর সংঘর্ষে আহত ৫৫

বন্দরনগরী চট্টগ্রামে শিক্ষার্থীদের সাথে পুলিশ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৫৫ জন। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রোববার (৪ আগস্ট) সকাল ১১টা থেকে নগরীর নিউ মার্কেট, জুবিলি রোড, স্টেশন রোড, দেওয়ান হাট, জেলার পটিয়া এবং সাতকানিয়া উপজেলায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের অধিকাংশই গুলিবিদ্ধ। অনেকেই ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তা আলাউদ্দিন তালুকদার জানান, দুপুর ১২টার পর থেকেই চট্টগ্রামের নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষে আহতদের হাসপাতালে নিয়ে আসে উদ্ধারকারীরা। সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্ধশতাধিক আহতকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসহযোগ আন্দোলনে কর্মসূচিতে সকাল থেকেই আন্দোলনকারীরা নগরীর নিউমার্কেট এলাকায় অবস্থান নেন। সকাল ১১টার দিকে আন্দোলনকারীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ শুরু হয়। এছাড়া জেলার পটিয়া এবং সাতকানিয়া উপজেলাতেও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

রেজাউল/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়