ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

রাজশাহীতে আ.লীগ-আন্দোলনকারী সংঘর্ষ, আহত ৫০, গুলিবিদ্ধ ৩০

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ৫ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:৪৫, ৫ আগস্ট ২০২৪
রাজশাহীতে আ.লীগ-আন্দোলনকারী সংঘর্ষ, আহত ৫০, গুলিবিদ্ধ ৩০

রাজশাহীতে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪০ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩০ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে বিশ্বাস।

সোমবার (৫ আগস্ট) দুপুরে নগরীর কল্পনা সিনেমা হল মোড় এলাকায় সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ১১টার দিকে আন্দোলনকারীরা নগরীর তালাইমারী মোড়ে জড়ো হন। দুপুর ১২টার দিকে তারা মিছিল নিয়ে সাহেববাজারের দিকে রওনা হন। মিছিলটি কল্পনা সিনেমা হল মোড়ে পৌঁছালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল ছুঁড়ে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। 

আরো পড়ুন:

ডা. শঙ্কর কে বিশ্বাস জানান, হাসপাতালে ভর্তি হওয়া ৪০ জনের মধ্যে ৩৭ জন এসেছেন রাজশাহী মহানগর থেকে। তিনজন এসেছেন জেলার গোদাগাড়ী উপজেলা থেকে। ভর্তি হওয়া ৪০ জনের মধ্যে ৩০ জনই গুলিবিদ্ধ।

রাজশাহী মেট্রোপলিটনের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানান। তবে হতাহতের সংখ্যা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।  

কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়