ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

নড়াইলে আগুনে পুড়লো মাশরাফির বাড়ি

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ৫ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:১০, ২১ নভেম্বর ২০২৪
নড়াইলে আগুনে পুড়লো মাশরাফির বাড়ি

মাশরাফি বিন মুর্তজার বাড়িতে আজ সোমবার আগুন দেয় দুর্বৃত্তরা

জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নড়াইল শহরের বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর বাড়িতেও আগুন দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে জানতে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসানকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়রা জানান, নড়াইল শহরের নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশের মহিষখোলা এলাকায় মাশরাফি বিন মুর্তজার বাড়ি। বিকেলে দুর্বৃত্তরা এসে বাড়ির ভেতরে প্রবেশ করেন। তারা বাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। আগুনে বাড়ির ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে।

আরো পড়ুন:

শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়