চাঁদপুরে ইউপি চেয়ারম্যান সেলিম খান-ছেলে শান্ত খানকে পিটিয়ে হত্যা
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহত ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খান। ফাইল ফটো
এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (৫ আগস্ট) রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি শেখ মুহসীন আলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিম খান তার গাড়িতে করে পালাচ্ছিলেন। এ সময় তিনি বাগাদী এলাকায় বিএনপি নেতাকর্মীদের জনরোষে পড়েন। সেখানেই জনতার পিটুনিতে নিহত হন সেলিম খান ও তার ছেলে শান্ত খান।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম বলেন, তাদের মৃত্যুর বিষয় আমরা জেনেছি। তবে আমাদেরকে কেউ খবর দেয়নি। আর আমাদের জানমালের নিরাপত্তার কারণে সেখানে কাউকে পাঠানো হয়নি।
আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হন। এসব ঘটনায় তিনি জেলও খাটেন। দুদকে তার বিরুদ্ধে মামলা চলমান।
রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা সংস্থা শাপলা মিডিয়ার সত্বাধিকারী ছিলেন সেলিম খান। তার পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক চলচ্চিত্র টুঙ্গিপাড়ার মিয়া ভাই–তে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন ছেলে শান্ত খান। ২০১৯ সালে উত্তম আকাশ পরিচালিত ‘প্রেম চোর’ সিনেমার মাধ্যমে অভিনয়ে আসেন শান্ত খান।
অমরেশ/ইমন