ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

ঝালকাঠিতে বিএনপির বিজয় মিছিল

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ৬ আগস্ট ২০২৪  
ঝালকাঠিতে বিএনপির বিজয় মিছিল

ঝালকাঠিতে বিজয় মিছিল করেছে জেলা বিএনপি। পাশাপাশি গুম, খুন, হামলা, মিথ্যা মামলা দায়ের ও লুটপাটের জন্য শেখ হাসিনার বিচার দাবি করা হয়েছে। 

মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টায় শহরের সরকারি মহিলা কলেজের সামনে থেকে বিশাল মিছিল বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা।  মিছিলটি শহর ঘুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 

মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন।

মিছিলকারিরা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দিদের মুক্তির দাবি জানান।

অলোক/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়