ময়মনসিংহে বিভিন্ন স্থানে আগুন-ভাঙচুর-লুটপাট
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন এ খবর জানার পরপরই উল্লাসে মেতে ওঠে একদল মানুষ। অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ও বিভিন্ন সরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ শুরু করে দুর্বৃত্তরা।
সোমবার (৬ আগস্ট) বিকেল থেকে রাতভর চলে এই তাণ্ডব। এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
নগরের পন্ডিতপাড়া এলাকায় ময়মনসিংহে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদের বাসায় ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। এর আগে রোববারও বাড়িটিতে ভাঙচুর করা হয়েছিল।
এছাড়া নগরের শিববাড়ি রোডে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর, আঠারবাড়ি বিল্ডিং এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের বাসায় অগ্নিসংযোগ, সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, রাইফেলস ক্লাব ভাঙচুর ও অগ্নিসংযোগ, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনির নাহা রোডের বাসায় আগুন, সিটি করপোরেশনের প্যানেল মেয়র আসিফ হোসেন ডনের বাসায় আগুন দেওয়া হয়।
ময়মনসিংহ নগরের কালিবাড়ি কবরখানা এলাকায় সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটুর বাসায় ভাঙচুর চালানো হয়। ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমানের নাটকঘর লেনের বাসায় অগ্নিসংযোগ করা হয়। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাতেও ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করা হয়।
অপরদিকে ময়মনসিংহের হালুয়াঘাট উত্তর বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভূবনকুড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম সুরুজ মিয়ার তিনতলা বাসায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় স্থানীয় বিএনপি নেতা রমজান আলী ও তার দলবল। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খায়রুল আলম ভূইয়ার বাসায় হামলা ও ভাঙচুর করা হয়।
তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার, যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান ও ইউপি চেয়ারম্যান শামছুল আলমের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়।
ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সাবেক সংসদ সদস্য হাফেজ রুহুল আমিন মাদানীর বাসা ও ত্রিশাল অটোরিকশা স্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পে ভাঙচুর চালানো হয়।
এদিকে মুক্তাগাছায় পৌর মেয়র বিল্লাল হোসেন সরকারের ভাবকির মোড় এলাকায় পেট্রোল পাম্পে আগুন, বাসায় আগুন, উপজেলা যুবলীগ সভাপতি মাহবুবুল আলম মনির বাসায় অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
এছাড়া অন্যান্য উপজেলায় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সংসদ সদস্যদের বাস ভবনে হামলার খবর পাওয়া গেছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে বিকেল সোয়া ৫টার পর থেকে কয়েকদফা চেষ্টা করা হলেও তাদের সংযোগটি বিচ্ছিন্ন পাওয়া যায়।
মিলন/সনি