ঢাকা     বৃহস্পতিবার   ১৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৪ ১৪৩২

পুলিশবিহীন চট্টগ্রাম নগরে জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ৬ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:৫৫, ৬ আগস্ট ২০২৪
পুলিশবিহীন চট্টগ্রাম নগরে জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে

চট্টগ্রাম মহানগরী এখন পুরোপুরি পুলিশবিহীন। সড়কে নেই ট্রাফিক পুলিশও। এরই মধ্যে নগরীর জীবনযাত্রা পুরোপুরি স্বাভাবিক হয়ে আসছে। খুলেছে সরকারি বেসরকারি অফিস, ব্যাংক ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে চলছে স্বাভাবিক কার্যক্রম। 

মঙ্গলবার (৬ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে নগরের কোথাও কোনো পুলিশের অবস্থান নেই। বিভিন্ন পুলিশ বক্স, ট্রাফিক বক্স, থানা এবং ফাঁড়িতেও কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। 

নগরের সড়কগুলোতে কোনো ট্রাফিক পুলিশ দেখা যায়নি। এর মধ্যেও নিয়ন্ত্রিতভাবে চলছে বিভিন্ন ধরনের যানবাহন। 

নগরীর আগ্রাবাদ এলাকায় ১০ নম্বর বাসের চালক সাইদুল ইসলাম বলেন ‘আমি নগরের রাস্তার মাথা থেকে যাত্রী নিয়ে আগ্রাবাদ পর্যন্ত এসেছি। কিন্তু সড়কের কোনো মোড়েই পুুলিশ অথবা ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখতে পাইনি। সড়কে স্বাভাবিকের চেয়ে যানবাহন চলাচল কম রয়েছে। ফলে কোথাও কোনো যানবাহনের জট নেই। কোথাও ট্রাফিক মোড়ে জট তৈরি হলে সাধারণ মানুষ ট্রাফিক নিয়ন্ত্রণ করছে।’

চট্টগ্রামের একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক জানান, সকালে নির্ধারিত সময়ে ব্যাংক খুলেছে, স্বাভাবিক লেনদেন চলছে। তবে গ্রাহক তুলনামূলক কম। 

চট্টগ্রাম নগরের মিঠাই সুইটস এন্ড বেইক প্রোডাক্টস ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার আল আমীন বলেন, ‘আজ সকাল থেকেই আমাদের সবগুলো আউটলেট খুলেছে। স্বাভাবিক বেচা-বিক্রি শুরু হয়েছে।’

রেজাউল করিম/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়