গোপালগঞ্জে আওয়ামী লীগের লাঠি মিছিল, আতঙ্ক
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে লাঠি মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও দেশ ত্যাগের পর উত্তাল হয়ে উঠেছে শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জ।
এদিকে জেলার বিভিন্ন স্থানে হামলা হচ্ছে এমন গুজবে আতঙ্কিত হয়ে পড়েছে জেলাবাসী। ভয়ে কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। আতঙ্ক ও উৎকণ্ঠায় দিন কাটছে শহরবাসীর। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে একটি বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বক্তব্য রাখেন। এসময় তিনি, যে কোনো পরিস্থিতি সাহসের সাথে মোকাবেলা করার জন্য নেতাকর্মীসহ জেলাবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
এদিকে, সকাল থেকেই আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জ জেলা শহরের রাস্তা ছিল ফাঁকা। বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর হচ্ছে এমন গুজব ভেসে বেড়াচ্ছে জেলা জুড়ে। ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে বিএনপি-জামায়াত এক হয়ে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালাবে’ এমন গুজব ছড়িয়ে পড়ে শহর জুড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়ে জেলাবাসী। মুহূর্তের মধ্যেই অফিস, ব্যাংক-বীমা, ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
বাদল সাহা/সনি