ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে মৃত ৩ জনের পরিচয় শনাক্ত

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৯, ৬ আগস্ট ২০২৪  
চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে মৃত ৩ জনের পরিচয় শনাক্ত

চুয়াডাঙ্গা শহরের সিনেমা হলপাড়ায় আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আরেফিন আলম রঞ্জুর বাড়িতে বিক্ষুদ্ধদের হামলায় আগুনে পুড়ে চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিন জনের পরিচয় শনাক্ত হয়েছে।

নিহতরা হলেন পৌর এলাকার বেলগাছির গ্রামের ঈদগাঁ পাড়ার  মোজাম্মেল হকেরছেলে শাকিব হোসেন (২৪) একই পাড়ার শিলনের ছেলে শাকিব (১৭) এবং হাটকালুগঞ্জের সাইদুল রহমানের ছেলে তাফিম (১৭)। এছাড়া অজ্ঞাত পরিচয় আর একজনের লাশও উদ্ধার করা হয়। 

চুয়াডাঙ্গা সদর থানার তদতন্তকারী অফিসার এস আই মারজান নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (৫ জুলাই) শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার পর বিকেলে দুর্বৃত্তরা যুবলীগের সাবেক সভাপতি আরেফুল আলম রঞ্জুর বাড়িতে আগুন দিলে এ ঘটনা ঘটে।

এদিকে, চুয়াডাঙ্গার বিক্ষুবদ্ধ জনতা আজ মঙ্গলবারও (৬ আগস্ট) শহরে এবং জেলার বিভিন্নস্থানে খণ্ড খণ্ড মিছিল বের করেছে। 

বিক্ষুব্ধ জনতা চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের দর্শনার বাড়িতে অগ্নিসংযোগ করে।

চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের বাড়ি, শহরের হকপাড়ায় যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীনের বাড়ি, রয়েল পরিবহনের সালাউদ্দীন লোটাসের বাড়িসহ জেলার বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করে বিক্ষুদ্ধরা। 

এছাড়া, জেলা আওয়ামী লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ ও যুব মহিলা লীগের অফিসে অগ্নিসংযোগ করা হয়।

মামুন/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়