ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

পাবনায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ৭ আগস্ট ২০২৪   আপডেট: ০৮:২৭, ৭ আগস্ট ২০২৪
পাবনায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে কাশিনাথপুর-কাজিরহাট সড়কের নতুন বাজার কবরস্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ঈশ্বরদী উপজেলার বেদুনদিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে সালভি ইসলাম (২৩)।

আরো পড়ুন:

আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, বেড়া উপজেলার কাজিরহাট থেকে একটি অটোরিকশা কাশিনাথপুরে যাচ্ছিলো। নতুন বাজার কবরস্থানের কাছে পৌঁছালে কাজিরহাটগামী একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহত হন দুইজন। তাদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শাহীন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়