ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সাতক্ষীরা কারাগার 

ফিরে এসেছেন পালিয়ে যাওয়া ৪২০ বন্দি

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ৭ আগস্ট ২০২৪   আপডেট: ১১:৪৫, ৭ আগস্ট ২০২৪
ফিরে এসেছেন পালিয়ে যাওয়া ৪২০ বন্দি

সাতক্ষীরা কারাগার থেকে বেরিয়ে যাওয়া বন্দিরা ফিরে আসতে শুরু করেছেন। প্রথম দিন মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত ৪২০ জন বন্দির ফেরত আসার কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

এর আগে সোমবার (৫ আগস্ট) রাতে একদল বিক্ষুব্ধ লোক কারাগারে হামলা ও ভাঙচুর করলে ৫৯৬ জন বন্দি পালিয়ে যান। এরপর সকাল থেকে জেলা জুড়ে মাইকিং করে কারা কর্তৃপক্ষ। মাইকিং শুনে মঙ্গলবার সকাল ৮টার পর থেকে পালিয়ে যাওয়া বন্দিরা ফিরতে শুরু করেন। 

বুধবার (৭ আগস্ট) সকালে সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বিথি রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বুধবার আরও কিছু আসামি ফেরত আসবেন বলে আশা করছি। 

এদিকে সকালে কয়েকজন ফেরত আসা বন্দি কারাগারে ঢোকার অপেক্ষায় আছেন। এ সময় কথা হয় তাদের সাথে। তারা জানান, কারাগার থেকে বের হয়ে যেতে বললে তারা বের হয়ে যান। কারা কর্তৃপক্ষের মাইকিং শুনে আবার ফিরে এসেছেন। 

স্থানীয়রা জানায়, সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাজারও জনতা এক হয়ে সাতক্ষীরা কারাগারের ফটক টপকে ভেতরে ঢুকে পড়েন। পরে কারাগারের প্রথম ফটক ভেঙে ভেতরে ঢুকে সেল ও সাধারণ ওয়ার্ড ভেঙে সব আসামি ও কয়েদি বের করে নিয়ে যান। এ সময় গুদামে থাকা চাল, ডাল ও অন্যান্য খাবার সব লুট করে নিয়ে গেছেন তারা। 

সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বিথি জানান, জেলা কারাগার থেকে বেরিয়ে যাওয়া হাজতি ও কয়েদিরা তাদের কোনো অপরাধ নেই। সেদিন উত্তেজিত জনতা কারাগারের প্রথম ফটক ভেঙে ভেতরে ঢুকে সেল ও সাধারণ ওয়ার্ড ভেঙে সব আসামি ও কয়েদি বের করে নিয়ে যান। 

তিনি সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়ে আরও বলেন, আপনার এলাকায় কোনো হাজতি বা কয়েদিরা থাকলে তাদের বুঝিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দিন।

শাহীন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়