হিলি চেকপোস্টে বাড়তি সতর্কতা, চলছে তল্লাশি
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

শেখ হাসিনার দেশত্যাগের পর সন্ত্রাসী বা তালিকাভুক্তদের পালিয়ে যাওয়া আটকাতে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। সন্দেহ হলেই চলছে তল্লাশি।
বুধবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম।
তিনি জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বর্তমান দেশের পরিস্থিতি হিসেবে আমরা এই চেকপোস্টে কঠোর এবং বাড়তি সতর্কতায় অবস্থান করছি। পুরো ইমিগ্রেশন জুরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। প্রতিটি পাসপোর্টধারী যাত্রীকে জিজ্ঞাসা করা হচ্ছে। এছাড়াও সন্দেহ হলেই তাকে করা হচ্ছে তল্লাশি।
তিনি আরও জানান, আমরা সতর্ক আছি, এই চেকপোস্ট দিয়ে কোনো সন্ত্রাসী বা তালিকাভুক্ত ব্যক্তিরা ভারতে যেতে পারবে না।
এর আগে ঙ্গলবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। যদিও সোমবার বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
মোসলেম/ইমন