আ.লীগের দূর্গ খ্যাত গোপালগঞ্জে বিএনপির আনন্দ মিছিল
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
খালেদা জিয়ার কারামুক্তিতে বিএনপির আনন্দ মিছিল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তিতে আওয়ামী লীগের দূর্গ গোপালগঞ্জের কোটালীপাড়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার (৭ আগস্ট) উপজেলার ঘাঘরকান্দায় বিএনপি নেতা ওয়ালিউর রহমান হাওলাদারের বাড়ি থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির সভাপতি ইউছুব আলী হাওলাদার, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক মান্নান শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব খান, সদস্য সচিব মাসুদ তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ, সদস্য সচিব নিলয় হাওলাদারসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বাদল/বকুল