ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় কারাগার থেকে কয়েকজন বন্দি পলায়ন

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ৭ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:৩৪, ৭ আগস্ট ২০২৪
কুষ্টিয়ায় কারাগার থেকে কয়েকজন বন্দি পলায়ন

কুষ্টিয়া জেলা কারাগার থেকে বেশ কয়েকজন বন্দি পালিয়ে গেছে। বুধবার (৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তারা পালিয়ে যায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কারারক্ষীরা ফাঁকা গুলি করে। খরব পেয়ে সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম কারাগারে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জেল সুপার আব্দুল বারেক বলেন, বেশ কয়েকজন বন্দি পালিয়ে গেছে। আরও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শতাধিক রাউন্ড ফাঁকা গুলি করা হয়। 

আরো পড়ুন:

পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসা সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম শিকদার বলেন, ‘এমন পরিস্থিতিতে আমরা কয়েকটি টিম কারাগারে যাই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এতে কেউ হতাহত হয়নি।’

কারাগারে কর্মরত সবাইকে আরও সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানান তিনি।
 

কাঞ্চন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়